৩০ অক্টোবরের মধ্যে লাইসেন্স নিতে হবে চাল ব্যবসায়ীদের
চাল ও গমের খুচরা, পাইকারি ব্যবসায়ী এবং এ দু’টি পণ্যের আমদানিকারকদের (যারা আইন অনুযায়ী লাইসেন্স নেননি) আগামী ৩০ অক্টোবরের মধ্যে খাদ্য অধিদফতর থেকে লাইসেন্স নিতে হবে। এ সময়ের মধ্যে কেউ লাইসেন্স না নিলে ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটির অ্যাক্ট অনুযায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সচিবালয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) সঙ্গে বৈঠকের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ১৯৫৬ সালের কন্ট্রোল অব অ্যাসেনশিয়াল কমোডিটির অ্যাক্ট অনুযায়ী এক মেট্রিক টনের বেশি চাল ও গম ব্যবসায়ীদের খাদ্য অধিদফতর থেকে লাইসেন্স নেয়া বাধ্যতামূলক। কিন্তু আমাদের কর্মকর্তারা না জেনেই হোক বা অন্য কোনো কারণে হোক এতদিন এ বিষয়ে সচেতন ছিলেন না।
কামরুল ইসলাম বলেন, এখন তারা (মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তারা) আগামী ১০ অক্টোবরের মধ্যে নিজ নিজ অঞ্চলের ব্যবসায়ীদের লাইসেন্স নেয়ার জন্য নোটিশ করবেন। আমরা ব্যবসায়ীদের আতঙ্কিত করতে চাই না।’