• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিদ্যুতের দাম ৬.৩৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব ডেসকো’র

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১৩:২৫ | আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৬:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক
প্রিন্ট

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৬.৩৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।

সোমবার বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানিতে অংশ নিয়ে এই প্রস্তাব দেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ সারোয়ার। বর্তমান পাইকারি দরের ভিত্তিতে রাষ্ট্রীয় কোম্পানিটি এ প্রস্তাব দিয়েছে।

ডেসকোর প্রস্তাবে বলা হয়েছে, গত ৮ বছরে ৯ দফায় বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হয়েছে ২০২.৯৪ শতাংশ। একই সময়ে খুচরা দাম বাড়ানো হয়েছে ৯০.৬০ শতাংশ। ফলে বিতরণ ব্যয়সহ ইউনিট প্রতি ঘাটতি হচ্ছে ৫২ পয়সা।

শুনানি গ্রহণ করেন বিইআরসি’র চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান, রহমান মুরশেদ, আবদুল আজিজ খান ও মাহমুদউল হক ভুইয়া।

২০১০ সালের ১ মার্চ থেকে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত ছয় বছরে পাইকারি পর্যায়ে পাঁচবার এবং খুচরা গ্রাহক পর্যায়ে সাতবার বিদ্যুতের দাম বাড়ানো হয়। দুই বছর পর আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।