‘শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ’
রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুতায়নের জন্য ২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খুব শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিদ্যুতায়নের কাজ শুরু হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খুবই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যে অস্থায়ী আবাসন, স্যানিটেশন, চিকিৎসাসহ বিশুদ্ধ পানি সরবাহ নিশ্চিত করেছে, এমন নজির বিশ্বে বিরল। শেখ হাসিনার যথাযথ পদক্ষেপের কারণেই এটা সম্ভব হয়েছে।
সোমবার সকালে কক্সবাজারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে রোহিঙ্গাদের সাহায্যার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের ২০ লাখ টাকা হস্তান্তর করা হয়। ওবায়দুল কাদেরের কাছে এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
এসময় আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকের হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, রোববার (১ অক্টোবর) টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় মন্ত্রী জানিয়েছিলেন, সৌর বিদ্যুৎ ব্যবহার করে কক্সবাজারে রোহিঙ্গাদের ১২টি অস্থায়ী ক্যাম্পে বিদ্যুতের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।