• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

লাস ভেগাসে গোলাগুলি, বহু হতাহতের শঙ্কা

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৭, ১২:৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মান্দালে শহরের একটি ক্যাসিনো হোটেলে গোলাগুলি চলছে। হোটেলে পার্টি চলার সময় এক বন্দুকধারী গুলি চালায়। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরাও তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বেশ কিছু লোক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

নিউইর্য়ক টাইমস বলেছে, পুলিশের বিশেষায়িত শাখা সোয়াটের একাধিক টিম ওই বন্দুকধারীকে খুঁজছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর দিতে পারেনি কেউ।

খবরে বলা হয়েছে, গোলাগুলি শুরুর পর ৩২তলার ওই হোটেল থেকে লোকজন ছোটাছোটি শুরু করে।

এক্সপ্রেস নিউজ বলেছে, পুলিশ নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে।

সংবাদ মাধ্যমটি বলছে, স্থানীয় সময় অনুযায়ী রোববার রাত ১১টার দিকে মান্দালা এলাকায় এ ঘটনা ঘটে।

তবে কোনো গণমাধ্যমে দুইজন বন্দুকধারীর কথা বলা হয়েছে।

সর্বাধিক পঠিত