• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যুও প্রায় তিন হাজার

প্রকাশ:  ০৩ জুন ২০২১, ১০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে তাণ্ডব চালানোর পর কিছুটা যেন স্বস্তি মিলল। দৈনিক আক্রান্ত বাড়লেও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় লাখের কম সংক্রমণ হয়েছে এবং মারা গেছে আড়াই হাজারের বেশি মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার। একই সময়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন।

একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮। একই সময়ে মারা গেছে ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মৃত্য কমেছে।

সর্বাধিক পঠিত