• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডব্লিউএইচও’র বিনামূল্যের টিকা প্রথম পেল ঘানা

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দরিদ্র ও উন্নয়নশীল দেশের মানুষের কাছে করোনার টিকা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেয়া উদ্যোগ ‘কোভ্যাক্সের’ আওতায় প্রথম টিকার চালান পৌঁছেছে আফ্রিকার দেশ ঘানায়। বুধবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।  
ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য টিকা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গ সংস্থাটি চলতি বছরের মধ্যে দুইশ কোটি ডোজ টিকা বিতরণের লক্ষ্যে কাজ করছে।
প্রথম চালানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার মোট ৬ লাখ ডোজ স্থানীয় সময় বুধবার ঘানার রাজধানী আক্রায় পৌঁছায় বলে নিশ্চিত করেছে বিবিসি।
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এটা ছিল একটা স্মরণীয় মুহূর্ত। মহামারীর অবসান ঘটাতে ঘানায় করোনার টিকা পৌঁছানোটা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
পশ্চিম আফ্রিকার এ দেশটিতে ৮০ হাজার ৭০০-এর বেশি মানুষের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৮০ জন মারা গেছে। নমুনা পরীক্ষার হার কম হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা বেশি বলেই ধারণা।
যৌথ বিবৃতিতে ইউনিসেফ ও ডব্লিউএইচও জানিয়েছে, ঘানায় প্রথম এই চালানের মাধ্যমে প্রথম দফায় নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মহামারী কোভিড-১৯ টিকা পৌঁছে দেয়ার কাজটি শুরু হলো।
সূত্র : ঢাকা পোস্ট।

 

সর্বাধিক পঠিত