• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নেতাজী সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশ তম জন্মজয়ন্তী পালন

প্রকাশ:  ২৫ জানুয়ারি ২০২১, ০৮:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নেতাজী সুভাষচন্দ্র বসুর একশো পঁচিশ তম জন্মজয়ন্তী উপলক্ষে সমগ্র ত্রিপুরা রাজ্যে  বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় আগরতলাস্থিত নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে। ১৯৫০ সাল থেকে এই বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে শোভাযাত্রা বাতিল করে বিদ্যালয়েই অনুষ্ঠান হয়। রাজধানীতে বেশকিছু অনুষ্ঠান হয়। উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেখানে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মিছিলের পুরোভাগে ছিলেন। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন নেহরু যুব কেন্দ্রের গোমতী জেলার উদ্যোগে সমগ্র জেলায় নানা অনুষ্ঠান হয়। ২৩ শে জানুয়ারী জেলা সদর উদয়পুরে সংগঠনের জেলা অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন নেহরু যুব কেন্দ্রের গোমতী জেলার কোর্ডিনেটর সুস্মিতা রায়। স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। নেহরু যুব কেন্দ্রের অধীন ক্লাবগুলিতেও দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। শাস্ত্রীজী সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের গোমতী জেলার কোর্ডিনেটর সুস্মিতা রায়। চিরাচরিত নিয়ম অনুযায়ী এই দিন ত্রিপুরার সকল সরকারি প্রতিষ্ঠানে সবেতন ছুটি ছিল। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সর্বাধিক পঠিত