• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করল সৌদি

প্রকাশ:  ২২ আগস্ট ২০২০, ০৮:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের প্রদেশ নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই ড্রোনও নিক্ষেপ করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। তবে লক্ষ্যে আঘাত হানার আগেই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করেছে বলে দাবি দেশটির।

শুক্রবার (২১ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইয়েমেন সীমান্ত সংলগ্ন সৌদি আরবের দক্ষিণের নাজরান প্রদেশে বিস্ফোরক বোঝাই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির বরাত দিয়ে দেশটির সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, নাজরান শহরের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।

২০১৪ সালে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি রাজধানী সানা-সহ দেশটির অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই সময় দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন।

পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলা শুরুর পর থেকে দশ হাজারের বেশি ইয়েমেনির প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

সর্বাধিক পঠিত