• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

টুইন টাওয়ার হামলার ১৮ বছর আজ

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার ১৮তম বার্ষিকী বুধবার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়।

 


সেই ভয়াবহ হামলায় গুঁড়িয়ে দেয়া হয় টুইন টাওয়ার। জঙ্গিগোষ্ঠী আল-কায়দার সদস্যরা দুটি বোয়িং-৭৬৭ বিমান ছিনতাই করে উত্তর ও দক্ষিণ ভবনের মাঝ দিয়ে আত্মঘাতী হয়।

 

 

দুই ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ে ভবন দুটি। এ হামলায় তিন হাজারের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় সহস্রাধিক মানুষ।

 

ভয়াবহ এ হামলার প্রভাবে ক্যান্সার, বিষাক্ত গ্যাসের প্রভাবে ফুসফুসে প্রদাহজনিত নানা সমস্যায় মানুষ মারা গেছেন।

 

এ হামলার দু’দিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সতর্ক করেছিলেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেননি।

সর্বাধিক পঠিত