ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা: নিন্দা জানাল সিরিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রাণালয় এক বিবৃতিতে বলেছে, যেসব দেশ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা মার্কিন আধিপত্যবাদের বিরোধীতা করছে তাদের বিরুদ্ধে বিদ্বেষী নীতি অবলম্বনের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে এ নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
আমেরিকার এ বিদ্বেষপূর্ণ নীতিকে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন আধিপত্যবাদ মোকাবেলায় ইরানি জনগণ এবং নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করছে সিরিয়া। এছাড়া, আমেরিকার এ শত্রুতামূলক পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও জানায় দামেস্ক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সেইসঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আট শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছেন। ওই আট কর্মকর্তার মধ্যে রয়েছেন আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি, আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদে এবং আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।