• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মক্কায় ইসলামী সম্মেলনে যোগ দেননি এরদোগান

প্রকাশ:  ০১ জুন ২০১৯, ১৪:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শনিবার ভোরে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৫৭ সদস্যবিশিষ্ট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেননি।

 

এএফপির এক আলোকচিত্রী এ কথা জানান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সম্মেলনে দেশটির প্রতিনিধিত্ব করেন।

গত বছরের অক্টোবর মাসে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকা-ের পর এটাই হতো এরদোগানের প্রথম সৌদি সফর। খাশোগি হত্যাকা- সম্পর্কে এরদোগান বলেন, সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খাশোগিকে হত্যার নির্দেশ দেয়া হয়।

চলতি সপ্তাহে ওআইসির সম্মেলনটি সৌদি আরব আয়োজিত তৃতীয় সম্মেলন। আরব ও ইসলামিক দেশগুলোর কাছে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সমর্থন আদায়ের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।

সর্বাধিক পঠিত