মোদীর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
প্রকাশ: ০১ জুন ২০১৯, ০১:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তারপরই শপথ নেন রাজনাথ সিং ও অমিত শাহ। এর পর একে একে মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন।
এবারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক পররাষ্ট্র সচিবের এস জয়শঙ্কর।
অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারমণ। অন্যদিকে মোদি সরকারের খাদ্যমন্ত্রী হলেন হরসিমরত কউর বাদল। মোদি সরকারের প্রথম মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ থেকে বাদ পড়েছেন।ইত্তেফাক