• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমেরিকার সমরসজ্জাকে ইরান অকার্যকর করে দিয়েছে: আইআরজিসি

প্রকাশ:  ২৯ মে ২০১৯, ১০:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র শীর্ষ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা নিজের সর্বশক্তি নিয়ে মধ্যপ্রাচ্যে মহড়া দেখালেও ইরানের কোনো ক্ষতি করতে পারেনি।

তিনি মঙ্গলবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বলেন, শত্রুরা অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক দিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে কিন্তু কোনো ফল হয়নি।

জেনারেল সালামি বলেন, “আজ আমরা একটি বৃহৎ ও অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছি কারণ, আমাদের পক্ষে শত্রুর সব ষড়যন্ত্র নস্যাত করা সম্ভব হয়েছে। শত্রুর যুদ্ধ করার ক্ষমতা আমরা অকার্যকর করে দিয়েছি।”

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, ইরানের শক্তিমত্তা বেড়েছে বলেই শত্রু  সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েও পিছিয়ে গেছে। ইরান আজ আর তার নিজ সীমান্তে ঘেরাও হয়ে থাকা কোনো শক্তি নয় বরং গোটা অঞ্চলে তেহরানের শক্তিমত্তা ছড়িয়ে পড়েছে।

ইরানের কথিত হুমকি মোকাবিলায় সম্প্রতি আমেরিকা মধ্যপ্রাচ্যে ব্যাপক সমর-সম্ভার মোতায়েন করে। এর মধ্যে রয়েছে একটি বিমানবাহী রণতরী, বি-৫২ বোমারু বিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডেস্ট্রয়ারসমৃদ্ধ একটি হামলাকারী নৌবহর। ইরান মার্কিন এ সমরসজ্জায় ভীত না হয়ে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, তেহরান কখনো যুদ্ধ শুরু না করলে আক্রান্ত হলে আগ্রাসী বাহিনীকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।