• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ

প্রকাশ:  ১২ মে ২০১৯, ০০:৩০
নিজস্ব প্রতিবেদক
বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ মাসাজো নোনাক।
প্রিন্ট

রবিবার মৃত্যুবরণ করেছেন বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ মাসাজো নোনাক। ১৯০৫ সালে জন্ম নেওয়া এই জাপানের অধিবাসী ১১৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। গত বছর স্পেনীয় ফ্রান্সিসকো নুনেজ ওলিভারার মৃত্যুর পর গিনিস আনুষ্ঠানিকভাবে নোনাককেই বিশ্বের সবচেয়ে বয়ষ্ক মানুষ হিসেবে স্বীকৃত করেছিল।

'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস' এর তথ্য মতে নোনাক ১৯০৫ সালে এ্যালবার্ট আইনিস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করার মাত্র কয়েক মাস আগেই জন্মগ্রহন করেন। এও জানা যায়, রাইট ভ্রাতাদ্বয়ের মানব চালত বিমান আবিষ্কারের মাত্র দুই বছর পর তিনি জন্মগ্রহন করেন।

স্থানীয় একটি সংবাদমাধ্যমকে মাসাজো নোনাকের নাতনী ইয়োকো বলেন, 'তার মতো একজন বড় মাপের মানুষের এভাবে চলে যাওয়ায় আমরা সবাই হতবাক। গতকালও তিনি স্বাভাবিক ছিলেন, আর আজকে পরিবারকে কোন কিছু বুঝতে না দিয়েই চলে গেলেন'।নোনাকের পরিবারে নোনাক ছাড়াও আরো ছয় ভাই এবং এক বোন ছিলেন। তিনি ১৯৩১ সালে বিয়ে করেন এবং পাঁচ সন্তানের পিতা হন।ইত্তেফাক