অবশেষে পাকিস্তান ছাড়লেন আসিয়া বিবি
পাকিস্তানের ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত আসিয়া বিবি পাকিস্তান ছেড়ে চলে গেছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ব্লাসফেমির অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া আসিয়া বিবি আট বছর জেল খাটেন। পরে সুপ্রিম কোর্ট তাকে মুক্তির আদেশ দেন ২০১৮ সালে।
তিনি ২০১০ সালে প্রতিবেশীর সাথে বিবাদে জড়ালে ইসলামের নবী মোহাম্মদ নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠে।
আসিয়া বিবি নিজে খ্রিস্টান ধর্মাবলম্বী। আসিয়া বিবি অবশ্য সব সময় তার বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করে এসেছেন।
পাকিস্তানের ব্লাসফেমি আইনে কোন অমুসলিম নারী হিসেবে প্রথম দণ্ডিত হয়েছেন ৫ সন্তানের মা আসিয়া বিবি।
আসিয়া বিবি মুক্তি পাওয়ার পরেই তার স্বামী এবং আইনজীবী বলেছিলেন তাদের হুমকি দেয়া হচ্ছে।
তারা পাকিস্তান থেকে চলে যেতে চেয়েছিলেন এবং বেশ কয়েকটি দেশ তাদেরকে আশ্রয় দেবে জানিয়েছিল। এর মধ্যে ছিল কানাডা।
তবে তিনি কোন দেশে গেছেন সেই বিষয়ে পাকিস্তানের কর্তৃপক্ষ এখনো কিছু জানায় নি।
তবে তার আইনজীবী সাইফ উল মালুক বিবিসিকে বলেছেন, আসিয়া বিবি ইতোমধ্যে কানাডা পৌঁছেছেন। সেখানে তার দুই মেয়েকে আশ্রয় দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আসিয়া বিবির আরেকটি নাম আসিয়া নরেন। দেশ ত্যাগের আগে তাকে একটা গোপন স্থানে রাখা হয়েছিল।
গত বছর অক্টোবরে সুপ্রিম কোর্ট তার সাজা বাতিল করে দিলে পাকিস্তানে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ করেছিল ধর্ম অবমাননা আইনের সমর্থকরা। অন্যদিকে, আরেকটি পক্ষ তার মুক্তির দাবি জানিয়ে আসছিল।
তথ্যসূত্র : বিবিসি