• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের তুমুল গোলাগুলি, নিহত ১৫

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০১৯, ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একদল অস্ত্রধারী গ্রুপের সঙ্গে পুলিশের ভয়াবহ গুলিবিনিময় হয়েছে বলে শ্রীলঙ্কার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এরপর সেখান থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।খবরে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারী গ্রুপের ভয়াবহ গোলাগুলি শুরু হয়। বাত্তিকালোয়ার আমপারা এ সংঘর্ষ বাধে।সংঘর্ষের পর ওই এলাকা থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের মধ্যে ৬ জন শিশু ছিল বলে খবরে বলা হয়েছে। শনিবার সকালে এসব লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ওই সংঘর্ষে অস্ত্রধারী ও বেসামরিক লোক নিহত হয়েছে।গত রবিবারের চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় ২৫৩ জন নিহত হয়। আহত হয় প্রায় অর্ধশতাধিক।এই হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত ৭০ জনকে আটক করেছে। এছাড়া হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।