• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নেপালে এভারেস্টের কাছে ভেঙে পড়ল বিমান, নিহত ৩

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০১৯, ১৭:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নেপালের একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এয়ারপোর্টেই দাঁড়িয়ে থাকা একটি হেলিকপ্টারে ধাক্কা মারার ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও চারজন।ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, নেপালের বেসরকারি উড়ান সংস্থা সামিট এয়ারের একটি বিমান আজ রোববার এই দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি লুকলা থেকে কাঠমাণ্ড‌ু যাচ্ছিল।নিহতদের মধ্যে একজন হলেন বিমানের পাইলট। আর অন্য দুজন হলেন ধাক্কা লাগা হেলিকপ্টারের কাছেই দাঁড়িয়ে থাকা দুই পুলিশকর্মী। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নেপালের অসামরিক বিমা পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজকুমার ছেত্রী বলেন, রানওয়ে থেকে পিছলে গিয়ে হেলিকপ্টারে ধাক্কা লাগার কারণেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য কাঠমাণ্ড‌ু নিয়ে যাওয়া হয়েছে।এদিকে এই ঘটনার পর কিছুক্ষণের জন্য লুকলার তেনজিং হিলারি এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ রাখা হয় বলে জানা গেছে।