আমেরিকা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল: পুতিন বলেছিলেন, বিশ্বের জন্য হুমকি
মার্কিন সেনাবাহিনী ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছেন, এ ধরণের পরীক্ষা বিশ্বের কৌশলগত ভারসাম্য বিনষ্ট করবে।
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের হুমকি সফল ভাবে ঠেকাতে ভূমিভিত্তিক মধ্যপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বা জিএমডি ব্যবহার করা গেছে। এর মাধ্যমে লক্ষ্যবস্তুকে সফল ভাবে ঠেকানো এবং ধ্বংস করা গেছে বলে জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বা এমডিএ।
চার হাজার মাইল দূরের আইসিবিএম ধ্বংস করার জন্য দু’টো ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। ২০১৭ সালের পর এই প্রথম জেএমডির পরীক্ষা চালালো আমেরিকা।
২০১৭ সালে জেএমডি ব্যবস্থা আলাস্কা এবং দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পরিকল্পনা করেছিল আমেরিকা। ফলে এটি রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠবে। আর সে সময়ে পুতিন বলেছিলেন, এতে বিশ্বের কৌশলগত ভারসাম্য বিনষ্ট হবে। রাশিয়া এটি নীরবে মেনে নেবে না বলে ঘোষণা করে পুতিনে আরো বলেছিলেন, কিভাবে এর জবাব দেয়া হবে তা নিয়ে চিন্তাভাবনা করছে মস্কো।