ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের দাফন শুরু
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের দাফনের কাজ শুরু হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে এ কাজ শুরু হয়। স্বেচ্ছাসেবীরা ক্রাইস্টচার্চে গিয়ে দাফন প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের সহায়তা করছেন।
ইসলামিক রীতি অনুযায়ী মরদেহ যত দ্রুত সম্ভব দাফন করতে হবে। কিন্তু নিহতদের পরিচয় শনাক্তের জন্য দাফন প্রক্রিয়া শুরু করতে বিলম্ব হয়।
প্রথমে দাফন সম্পন্ন হয় খালিদ মুস্তাফা (৪৪) ও তার ছেলে হামজার (১৬)। গত বছর তারা সিরিয়া থেকে নিউ জিল্যান্ডে এসেছিলেন শরণার্থী হিসেবে। আল নূর মসজিদে তারা গুলিতে নিহত হন।
লিনউড আসলামিক সেন্টারের কাছে কবরস্থানে এ দুজনের দাফন সম্পন্ন হয়। এ সময় সেখানে শোকাভিভূত কয়েকশ লোক উপস্থিত ছিলেন।
খালিদ স্ত্রী ও জায়েদ মুস্তাফা নামে এক কিশোর সন্তানকে রেখে গেছেন। ১৫ মার্চের হামলায় জায়েদও আহত হয়। বুধবার সে হুইল চেয়ারে করে দাফন কাজে অংশ নেয়। এ সময় সে কেঁদে কেঁদে বলছিল- আমি তোমাদের সামনে এভাবে থাকতে চাই না। আমিও তোমাদের সঙ্গে কবরে যেতে চাই।
গত ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় ৫০ জন নিহত এবং ৪০ জন আহত হন। নিহতদের মধ্যে চার বাংলাদেশিও রয়েছেন।
শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে জুমার নামাজের সময় স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালান অস্ট্রেলিয়ার ব্রেন্টন টারান্ট।
অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।