• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আবারও প্রস্তুত করা হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র

প্রকাশ:  ০৬ মার্চ ২০১৯, ১১:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উত্তর কোরিয়ার দূরপাল্লার একটি রকেট রকেট উৎক্ষেপণ কেন্দ্রে কর্মতৎপরতা লক্ষ করা গেছে। হ্যানয় সম্মেলনে কোনো সমঝোতা না হওয়ায় পিয়ংইয়ং একটি পরীক্ষা কেন্দ্র আবারও প্রস্তুত করছে বলে ধারণা করা হচ্ছে। স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এ কথা জানান। 

 

ওয়াশিংটনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানায়, এ কর্মতৎপরতায় উত্তর কোরিয়ার সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে উর্ধগামী ইঞ্জিন পরীক্ষা চালানোর বিষয়টি স্পষ্ট। ২০১২ ও ২০১৬ সালে এই কেন্দ্র থেকেই পিয়ংইয়ং বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ করে।

সর্বাধিক পঠিত