চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের শোক
গত ২২ ফেব্রুয়ারি সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ে নিহত ও আহতদের জন্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন।
সৌদি বাদশাহ সালমান শোকবার্তায় বলেন, আমরা ঢাকার চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকা-ের খবর জানতে পেরেছি এবং যার ফলে অনেক সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে।
বাদশাহ সালমান বলেন, আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
একই সাথে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ে নিহত ও আহতদের জন্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তাঁর শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।