• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সাইবার হামলায় বিপর্যস্ত মার্কিন সংবাদমাধ্যম

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০১৯, ১২:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সাইবার হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু সংবাদপত্রের প্রিন্ট এবং বণ্টন কাজ ব্যাহত হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শনিবার যুক্তরাষ্ট্রের প্রথম সারির বেশ কিছু দৈনিকের কার্যালয়ে একযোগে সাইবার হামলা হয়েছে। যে কারণে সময় অনুযায়ী পত্রিকার প্রিন্টিং ও সরবরাহ কাজ বিঘ্নিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সাইবার হামলার জেরে দ্য লস অ্যাঞ্জেলস টাইমস, শিকাগো ট্রিবিউন, বাল্টিমোর সান ও ট্রিবিউন মিডিয়া গ্রুপের অন্যান্য দৈনিকের বণ্টন কাজে বিলম্ব ঘটেছে।

ট্রিবিউন মিডিয়া কোম্পানি বলেছে, তাদের প্রিন্টিং প্ল্যান্টে প্রথমবার ম্যালওয়ার শনাক্ত করা হয় শুক্রবার। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এই সাইবার হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের পশ্চিম উপকূলীয় সংস্করণের মুদ্রণও বিলম্বিত হয়েছে।

লস অ্যাঞ্জেলস টাইমসে সাইবার হামলা সম্পর্কে অবগত একটি সূত্র বলছে, আমরা বিশ্বাস করি হামলার উদ্দেশ্য ছিল প্রিন্টিং অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা। আরো পরিষ্কারভাবে বললে, তথ্য চুরি করতে সার্ভারে হানা দেয়াই ছিল হ্যাকারদের উদ্দেশ্য।