• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

'আমি মারা গেছি', বিমান দুর্ঘটনার আগে আর্জেন্টাইন ফুটবলারের শেষ বার্তা

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯
নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা। ছবি: সংগৃহীত
প্রিন্ট

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার জন্য পাড়ি জমালেও গন্তব্যে পৌঁছানো হলো না আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার। সোমবার (২১ জানুয়ারি) ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফের উদ্দেশ্যে যাত্রা শুরু করা সালার বিমানটি নিখোঁজ হয় ইংলিশ চ্যানেলে। দুর্ঘটনায় পড়ার আগে এই ফুটবলার হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা প্রকাশ করেন।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর সালার হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা দেওয়ার খবরটি প্রকাশ করে। অডিও বার্তায় সালা বলেন, 'হ্যালো! ছোট ভাইয়েরা, তোমরা কেমন আছো? আমি মারা গেছি। আমি একটি প্লেনে আছি যেটি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। আমি কার্ডিফ যাচ্ছি। আগামীকাল থেকে শুরু হবে। বিকেলে ট্রেনিং। দেখা যাক কী হয়!'

দুর্ঘটনার ঠিক আগে ওই অডিও বার্তায় তিনি আরও বলেন, 'ভাই ও বোনেরা, তোমরা কেমন আছ। সব ঠিক তো? এক-দেড় ঘণ্টার মধ্যে যদি আমার কাছ থেকে কোনো খবর না পাওয়া যায়, আমি জানি না ওরা কাউকে পাঠাবে কিনা আমাকে খোঁজার জন্য। আমাকে হয়তো আর খুঁজে পাবে না তখন। কিন্তু বাবা তুমি জানো... আমি কতটা ভয়ে আছি।’ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার অভিযানে শুরু করেছে। তাদের মুখোপাত্র জানিয়েছেন, ‘১৫ ঘণ্টা উদ্ধার অভিযানের পর, ইংল্যান্ড ও ফ্রান্স দুই পক্ষ থেকে খোঁজাখুঁজির পর কিছু ভাসমান বস্তু পাওয়া গেছে। আমরা এটা এখনো নিশ্চিত হতে পারিনি যে এগুলো হারিয়ে যাওয়া বিমানের অংশ কিনা। বিমানটির কোনো চিহ্নই খুঁজে পাইনি। যদি সেটি পানিতে অবতরণ করে, তাহলে এই পর্যায়ে কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। বেলা পড়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। সূর্যোদয়ের পর আবার এই অভিযান শুরু হবে। তখন পরবর্তী আপডেট জানানো হবে।’

ফরাসি ক্লাব নঁতের হয়ে খেলতেন সালা। পরবর্তীতে কার্ডিফ সিটি তাদের ইতিহাসের রেকর্ড ১৭ মিলিয়ন ইউরো খরচ করে নঁতের কাছ থেকে কিনে নেয় রি ফুটবলারকে। এদিকে এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি নিখোঁজ বিমানটির। চলছে উদ্ধারকাজ। বিমানের সঙ্গে কোনো খোঁজ মেনেনি সালারও। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে পুরো ফুটবল বিশ্ব।