• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা সৌদি আরবের

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে সৌদি আরব। ২০১৯ সালের জন্য ২৯৫ বিলিয়ন ডলারের এই বাজেট মঙ্গলবার ঘোষণা করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

ঘোষিত বাজেটে জনগণের জীবনযাত্রায় ব্যয়ের জন্য বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে।

বাজেটে ৩৫ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে। তেলের দাম কমে যাওয়ায় টানা ষষ্ঠ বছরের মতো এই ঘাটতি বাজেট ঘোষণা করলো সৌদি আরব।

বাজেট ঘোষণাকালে টেলিভিশনে দেওয়া ভাষণে সৌদি বাদশাহ বলেন, ‘আমরা অর্থনৈতিক সংস্কার, আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা অর্জন, স্বচ্ছতা বাড়ানো ও প্রাইভেট সেক্টরের উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর।’

গত সেপ্টেম্বরে বাজেটপূর্ব বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছিল, তারা বেকারত্ব বিমোচন ও স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে ২০১৯ সালে ব্যয় ৭ শতাংশ বাড়াবে।

সৌদি আরবে গত গ্রীস্মে বেকারত্বের হার ছিল ১২ শতাংশ, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

তথ্য : আল জাজিরা

সর্বাধিক পঠিত