সৌদি আরব নিজের ভুলের চড়া মূল্য দিচ্ছে: ইরান
ইরান বলেছে, সৌদি আরব নিজের ভুলের চড়া মূল্য দেয়া সত্ত্বেও আচরন পরিবর্তনের ব্যাপারে দেশটির মধ্যে কোনোরকম আগ্রহ দেখা যাচ্ছে না। একই সঙ্গে রিয়াদের সঙ্গে তেহরানের সম্পর্কোন্নয়নের আশা অত্যন্ত ক্ষীণ বলেও জানিয়েছে দেশটি।
গত(সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যকে ইরান স্বাগত জানায়। কিন্তু এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায় নি যে মধ্যপ্রাচ্যে ইতিবাচক ভূমিকা পালনের জন্য সৌদি আরবের কোনো প্রস্তুতি আছে।তিনি বলেন, এ অঞ্চল এবং প্রতিবেশি দেশগুলোর ব্যাপারে ইরানের নীতি স্পষ্ট করা হয়েছে। যারাই ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে এগিয়ে আসবে তারা তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাবে।
বাহরাম কাসেমি বলেন, "বর্তমানে সৌদি আরবের কাছ থেকে এই ধরনের কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। আমরা মনে করি সৌদি আরব অতীতের মতোই নানা বিভ্রান্তির মধ্যে আছে।"