বিমানের ভাড়া কমাতে মুখ্যমন্ত্রী বিপ্লবের চিঠি
ভারতে আগরতলা-কলকাতা রুটে বিমান টিকিটের দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এই অভিযোগ এনে বিমানমন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
মঙ্গলবার পাঠানো এই চিঠিতে তিনি বিমান টিকিটের দাম নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ করেছেন বলেও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে।
চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, এক সময়ে আগরতলা-কলকাতা রুটে টিকিটের দাম ২ হাজার টাকা ছিল। এখন এক টিকিটের দাম বেড়ে ১৩-১৫ হাজার হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, অনেক সময়ে চেয়েও টিকিট মিলছে না। অসুস্থ রোগীকে নিয়ে কলকাতায় চিকিৎসার জন্য আসতে পারছেন না অনেকেই।
টিকিটের দাম কমাতে সম্প্রতি বিমানের জ্বালানিতে প্রদত্ত কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ নেওয়া হবে বলেও রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। আগরতলা থেকে কলকাতায় বিমান সংখ্যা বাড়ানোর জন্য আগেও বিপ্লব বিমানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলেন।
বিমানসংস্থা সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কলকাতা-আগরতলা রুটে এয়ার ইন্ডিয়ার দিনে দুটি করে এবং ইন্ডিগোর দিনে ছয়টি করে ফ্লাইট রয়েছে। সম্প্রতি এই রুট থেকে দুটি ফ্লাইট তুলে নিয়েছে স্পাইসজেট।
সংস্থা সূত্রের খবর, ইন্ডিগোর ছয়টি ফ্লাইটের জন্য টিকিটের দাম কমেছিল। ফ্লাইট চালিয়ে লোকসান হচ্ছিল। এই রুটে প্রচুর চাহিদা থাকলেও লাভ হয় না। প্রতি দিনের ফ্লাইট প্রায় ভর্তি থাকে। কিন্তু ভাড়া কম।
অবশ্য বিজেপির মুখ্যমন্ত্রীর দাবি অস্বীকার করে বিমানসংস্থাগুলি বলছে, যে দামের কথা মুখ্যমন্ত্রী বলছেন, তা ঠিক নয়।