• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সৌদি ক্রাউন প্রিন্সকে হত্যার চেষ্টা!

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১৬:৫৬ | আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৬:৫৮
চাঁদপুর পোস্ট ডেস্ক
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
প্রিন্ট

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে হত্যার চেষ্টা করা হয়েছে। এমনটাই দাবি করেছেন যুবরাজ সালমান নিজেই। তিনি জানান, 'একটি সন্ত্রাসী গোষ্ঠী’ তাকে হত্যার চেষ্টা করেছিল।মিসরের সিনাই উপত্যকায় চলতি বছরের শুরুতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কোন গোষ্ঠী, কবে-কোথায় হত্যার চেষ্টা করেছে তা বিস্তারিত বলেননি তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানা গেছে।  

রিয়াদে একটি খ্রিস্টান (ইভাঞ্জেলিকাল ক্রিশ্চিয়ান) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই হত্যা চেষ্টার কথা জানান সৌদি যুবরাজ। 

তিনি জানান, হত্যার চেষ্টাকারী দলে সৌদি আরবের নাগরিকও ছিলেন।

জেরুজালেম পোস্ট জানায়, এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ইসরায়েলি-আমেরিকান নাগরিক জোয়েল রোজেনবার্গ। এক সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কাজ করেছেন রোজেনবার্গ। 

সূত্র: মিডল ইস্ট মনিটর