• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাশিয়ার ক্রিমিয়ার কলেজে বোমা হামলা: নিহত ১৮

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ০০:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাশিয়ার নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি কলেজে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া যেখানে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ করছে, সেই কের্চ এলাকার টেকনিক্যাল কলেজে ওই বিস্ফোরণ ঘটানো হয়।

রাশিয়ার ন্যাশনাল গার্ডের কর্মকর্তারা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই ওই কলেজের শিক্ষার্থী।

কলেজের পরিচালক রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, কিছু সশস্ত্র লোক কলেজ ভবনে ঢুকে পড়ে ওই হামলা চালায়।