• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিদায় বার্নিকাট, স্বাগত মিলার

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ০৮:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হলেন আর্ল রবার্ট মিলার। শনিবার তার নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হলেন তিনি। খবর ইউএনবির।
 
ইউএনবি জানায়, ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের একটি পোস্ট অনুযায়ী, রাষ্ট্রদূত মনোনীত মিলারকে ঢাকায় আসার আগেই আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হবে। এরপর বাংলাদেশে এসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তিনি তার পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিক কাজ শুরু করবেন।
 
মিলার বর্তমানে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন। ২০১৪ সাল থেকে ওই পদে রয়েছেন তিনি। এর আগে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবে দায়িত্বপালন করেন তিনি।
 
এছাড়া ভারতের নয়াদিল্লি, ইরাকের বাগদাদ এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবেও দায়িত্বপালন করেছেন।

সর্বাধিক পঠিত