• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আরিফ আলভী

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) নেতা আরিফ আলভী। পাকিস্তানের জাতীয় এসেম্বলি এবং সিনেটের হিসাব অনুযায়ী ৪২৪টি ভোট এর মধ্যে আরিফ আলভী পেয়েছেন ২১১টি ভোট, ফজল পেয়েছেন ১৩১ ভোট, আইতজাজ পেয়েছেন ৮১টি ভোট এবং ৬টি ভোট বাতিল করা হয়েছে।

 

ড. আরিফ আলভী প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ছাত্রজীবনে লাহোরের একটি ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

১৯৬৯ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনামলে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন আলভী। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য ।

২০০১ সালে পিটিআই’য়ের সহ-সভাপতি এবং পরে ২০০৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলভী।

সর্বাধিক পঠিত