• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আবারও বিতর্কের মুখে মেলানিয়া ট্রাম্প

প্রকাশ:  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলড হলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে এবার পোশাক নয়, ট্রোলড হলেন জুতার কারণে। 

গত মঙ্গলবার টুইটারে কিছু ছবি পোস্ট করেছেন মেলানিয়া। যেখানে দেখা যাচ্ছে, ৪ ইঞ্চি হিলের জুতা হোয়াইট হাউস চত্বরে বাগান তৈরি করছেন তিনি। এর পরই সমালোচনা শুরু হয়। কেউ কেউ তো বলছেন, প্রকৃত আমেরিকানরা কখনো উঁচু হিল পরে বাগান করেন না, এটা কেবল লোক দেখানো।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, অতীতে একাধিকবার পোশাকের জন্য ট্রোলড হয়েছেন মেলানিয়া। একবার তিনি অভিবাসী শিশুদের দেখতে গিয়েছিলেন একটি জ্যাকেট পরে। সেই জ্যাকেটের ওপর লেখা ছিল, ‘আই ডোন্ট কেয়ার’। কার বা কাদের উদ্দেশে এ লেখা, সেটা নিয়ে শুরু হয় জোর আলোচনা। এমনিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফ্যাশন সচেতন। কিন্তু মাঝেমধ্যেই তিনি গোলমাল করে ফেলেন।

সর্বাধিক পঠিত