প্রমাণ ছাড়াই নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা: রাশিয়া
রাশিয়া বলেছে, ব্রিটেনে সাবেক রুশ গোয়েন্দার ওপর কথিত বিষাক্ত গ্যাস হামলার অজুহাতে সম্প্রতি আমেরিকা মস্কোর ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কোনো প্রমাণ নেই এবং এসব নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোর।
আমেরিকায় রুশ দূতাবাস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা প্রমাণ ছাড়া নানা বক্তব্য শুনে অভ্যস্থ হয়ে উঠছি।” মস্কোর ওপর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের একদিন পর রুশ দূতাবাস এসব কথা বলল।
গত ৪ মার্চ ব্রিটিশ সরকার দাবি করেছিল, রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে ব্রিটিশ নাগরিক সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে জুলিয়ার ওপর বিষাক্ত গ্যাসের হামলা হয়েছে এবং তাদেরকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়া জোরালো ভাষায় এ অভিযোগ নাকচ করে আসছে। পাশাপাশি গ্যাস হামলার বিষয়ে উপযুক্ত প্রমাণ সরবরাহ করার কথা বলছে মস্কো।
তবে ব্রিটেনের অভিযোগের কারণে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করাকে অনেকেই বাড়াবাড়ি হিসেবে দেখছেন। ইরান সম্প্রতি বলেছে, নিষেধাজ্ঞা আরোপ করা আমেরিকা বাতিকে পরিণত হয়েছে।