নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়া জিম্বাবওয়ে প্রতিবাদ, বিক্ষোভ
জিম্বাবোয়ের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানার জন্য বৃহস্পতিবার অপেক্ষা করছেন। গতকাল বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদকারিদের সংঘর্ষ হয়েছে যারা এ কথা জানার দাবি করছিল যে দেশের পরবর্তী নেতা কে হবেন।
গত সোমবার ভোটগ্রহণ করা হয় এবং নির্বাচনী কর্মকর্তাদের কাছে বুধবারের মধ্যেই ফলাফল আসার কথা ছিল কিন্তু তারা এই ফলাফল প্রকাশ অন্তত একদিন বিলম্ব করে। রাজধানী হারারেতে বিক্ষোভকারি এবং পুলিশের মধ্যে সংঘাতে অন্তত তিন জন নিহত হয়েছে । পরে কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষার জন্য আনুষ্ঠানিক ভাবে সেনাবাহিনী তলব করে।
আজ প্রেসিডেন্ট ইমার্সন নানগাগওয়া এই সহিংসতার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং এক সঙ্গে সামনে এগিয়ে যাবার জাতীয় প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি এক টুইটার বার্তায় লেখেন , আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করি কাজেই যারা সহিংসতার জন্য দায়ি তাদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। তিনি আরও বলেন যে এটা জরুরি যে আমাদের একতাবদ্ধ থাকতে হবে এবং আইনানুযায়ী আমাদের মত পার্থক্যগুলো শান্তিপুর্ণভাবে নিস্পত্তি করতে হবে।
নানগাওয়া বলেন , তাঁর সরকার’ অবিলম্বে উত্তেজনা কমিয়ে আসার জন্য বিরোধী নেতা নেলসন শামিসার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শামিসা এবং তাঁর বিরোধী Movement for Democratic Change পার্টি নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন।