সেই ফিলিস্তিনি তরুণী তামিমি ঘরে ফিরেছেন
একজন ইসরায়েলি সৈন্যকে লাথি ও চড় মারার দায়ে আট মাস কারাভোগ করার পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমি।
ওই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন তিনি ও তার মা। কিন্তু এর ভিডিও অনলাইনে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে, তার বিচার এবং শাস্তি হয়ে ওঠে সবার আলোচনার বিষয়।
৮ মাসের কারাভোগের সময় এ ১৭ বছরের তরুণী পরিণত হন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নতুন প্রতীকে।
এই মুহূর্তটির জন্যই অপেক্ষায় ছিলেন আহেদ তামিমির পরিবার। তাকে স্বাগত জানানোর জন্য জেলের বাইরে জনতার ভিড় জমে যায়।
পরিচিতজনরা তাকে সাদরে বরণ করে নেন, জড়িয়ে ধরেন, শুভেচ্ছা জানান।
অনেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের পক্ষে শ্লোগান দিচ্ছিলেন।
সমবেত জনতার উদ্দেশে আহেদ তামিমিকে ছোট একটি বক্তৃতাও দিতে হলো।
তামিমি বলেন, আজ যারা এখানে সমবেত হয়েছেন - তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আশা করি সবাই সংবাদ সম্মেলনে আসবেন- যেখানে আমি আমার বার্তা তুলে ধরব। শুধু তাই নয়, আমি কারাগারের অন্য যারা নারী বন্দি ছিলেন তাদের বার্তাও তুলে ধরব। তারা চেয়েছেন যেন আমি তাদের হয়ে কথা বলি।’
গত বছর ডিসেম্বর মাসে সেই ইসরায়েলি সৈন্যকে চড় মারার ঘটনা আহেদ তামিমিকে সারা দুনিয়ায় বিখ্যাত করে তোলে। তার সঙ্গে ছিলেন তার মা নারিম্যান তামিমি।
খবর বিবিসি