টরন্টোতে গোলাগুলিতে নিহত ১
কানাডার টরন্টো শহরে গোলাগুলির ঘটনায় এক নারী নিহত এবং আরও কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে এক তরুণীও ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে।
রবিবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি কেন্দ্রীয় টরন্টোর কাছাকাছি গ্রিকটাউনে গোলাগুলি করেন। টরন্টোর পুলিশের প্রধান মার্ক স্যান্ডার্স সাংবাদিকদের জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় হামলাকারীসহ এক তরুণী নিহত হয়েছেন।
তিনি বলেন, আমরা এই হামলার পেছনে সম্ভাব্য সব উদ্দেশ খতিয়ে দেখছি। টরন্টোতে অনেক জনপ্রিয় রেস্তোঁরা, ক্যাফে এবং শপ রয়েছে। সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। গোলাগুলির ঘটনার পর পরই চিকিৎসক, দমকল বাহিনীর সদস্য এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ জানিয়েছে, হামলাকারী একটি হ্যান্ডগান দিয়ে হামলা চালিয়েছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল, নয়জন গুলিবিদ্ধ হয়েছে।