মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ১০:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মেক্সিকো সিটির বাইরে ব্যস্ত মহাসড়কে একটি গণপরিবহন ভ্যান একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ১৩ জন নিহত ও আরও ৭ জন আহত হয়।
শুক্রবার রাজধানী থেকে ১শ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মেক্সিকো সিটি ও পাচুকার মধ্যে যোগাযোগের মহাসড়কটিতে এ দুর্ঘটনা ঘটে।
মেক্সিকো রাজ্যের নিরাপত্তা কমিশনের মুখপাত্র এডগার ভারগাস এএফপিকে বলেন, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়, অপর ২ জনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
খবর এএফপি