• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুতিন-ট্রাম্প যাই বলুক যুক্তরাষ্ট্রের নির্বাচনে হাত ছিল রাশিয়ার

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ২১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে বুধবার বলেছেন, নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার অভিমত হচ্ছে রাশিয়া ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নির্বাচনে অনাধিকার চর্চা করেছে। এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বিষয়টি ভ্লাদিমির পুতিন অস্বীকার করা সত্ত্বেও তিনি আবারও এমন মন্তব্য করলেন।

 

সোমবার হেলসিঙ্কিতে বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে ট্রাম্পের কাছে পুতিনের অস্বীকার করার ব্যাপারে জানতে চাইলে রে বলেন, ‘তিনি তার অবস্থান থেকে তার অভিমত ব্যক্ত করেছেন।’

 

 

তবে তিনি যাই বলুক না কেন, এ ব্যাপারে ‘গোয়েন্দা সংস্থা তাদের মূল্যায়নে আগের অবস্থানেই রয়েছে। এক্ষেত্রে আমার অভিমতের কোনো পরিবর্তন নেই। এ ব্যাপারে আমাদের মূল্যায়ন হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে নানাভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং এখনো তারা যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব খাটানোর বিভিন্ন নেতিবাচক কাজ অব্যাহত রেখেছে।’

 

তিনি আরও বলেন, তাদের এসব কাজের লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে বিভক্তি সৃষ্টি করে দেশটির ক্ষতি করা। সোমবার হেলসিঙ্কিতে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া কোন হস্তক্ষেপ করেনি বলে পুতিন যে মন্তব্য করেন ট্রাম্প তা মেনে নেয়ায় ওয়াশিংটনে সমালোচনার ঝড় উঠে এবং মার্কিন গোয়েন্দা প্রধান এ ব্যাপারে ভিন্ন মতপোষণ করে বিবৃতি দেন।

 

তবে মঙ্গলবার ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে মার্কিন গোয়েন্দাদের দেয়া প্রতিবেদনকে সমর্থন জানান।