• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সৌদি নারীরা এখনো যে ৫টি কাজ করতে পারে না

প্রকাশ:  ১৪ জুন ২০১৮, ১৮:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নারীদের জন্যে বিশ্বের সবচেয়ে রক্ষণশীল দেশগুলোর একটি সৌদি আরবে নারীরা এবার এমন একটি অধিকার পেতে যাচ্ছেন যেটা তারা উদযাপন করতেই পারেন।

দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেওয়া হচ্ছে ২৪ জুন। ফলে তারা খুব শিগগিরই গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়তে পারবে

সৌদি আরবে সমাজকে আধুনিক করে তুলতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছেন তার অংশ হিসেবেই নারীদের সেসব অধিকার দেওয়া হচ্ছে।

কিন্তু সৌদি আরবে নারী হয়ে জন্ম নিয়ে সেখানে বসবাস করা এখনো খুব একটা সহজ কিছু নয়।

সৌদি আরবে নারীরা এখনো যে ৫টি কাজ করতে পারেন না:

ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না
একজন নারী হয়তো গাড়ি চালাতে পারবেন কিন্তু সেটি কিনতে পারবেন না। পরিবারের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একজন নারী এখনো তার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না। সৌদি আরবে অভিভাবকত্ব সংক্রান্ত যে ব্যবস্থা আছে তার কারণেই সেটা করা সম্ভব নয়। এর অর্থ হলো প্রত্যেক নারীর একজন করে পুরুষ অভিভাবক আছেন যিনি তার পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।

পাসপোর্ট নিতে পারেন না অথবা বিদেশে যেতে পারেন না
গাড়ি চালিয়ে হয়তো বিমানবন্দর পর্যন্ত যেতে পারবেন কিন্তু কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া ওই নারী বিমানে উঠতে পারবেন না।

বিয়ে করতে কিংবা তালাক দিতে পারেন না
কাউকে বিয়ে করতে চাইলে পুরুষ অভিভাবকের কাছ থেকে এবিষয়ে অনুমতি নিতে হবে। ওই নারীর ৫ বছর বয়সী একজন ছোট ভাইও কিন্তু তার অভিভাবক হতে পারেন। ওই বিয়ে যদি ঠিকমতো চলতে না থাকে তখন কি হবে? বিবাহবিচ্ছেদ বা তালাকের জন্যেও ওই নারীকে তার স্বামীর অনুমতি নিতে হবে।

কোন পুরুষ বন্ধুর সাথে বসে কফি খেলতে পারেন না
ম্যাকডোনাল্ডস বা স্টারবাক্স যেকোনো দোকানেই পরিবার এবং পুরুষদের আলাদা আলাদা জায়গায় বসতে হবে। আর সব নারীকে বসতে হবে পরিবারের জন্যে নির্ধারিত এলাকায়। যদি সে রকম না হয় তাহলে ওই নারীকে গ্রেফতারও করা হতে পারে।

যা চাইবেন সেটাই পরতে পারেন না
কোনো নারী যখন জনসমক্ষে আসবেন তখন তার মুখ ঢাকতে হবে না। কিন্তু তার শরীর আপাদমস্তক ঢেকে রাখতে হবে। কোন নারী যদি সমুদ্রে সৈকতে বেড়াতে যান সেখানে বিকিনি পরার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে যে সৌদি আরবে গড় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে একটা জিনিস বলে রাখা ভালো, সৌদি আরবে কোনো কোনো নারী হয়তো এখনো এ কাজগুলো করছেন। আর কোনো নারী যদি বিদেশি হন কিম্বা খুব বেশি ধনী হন তা হলে তার পক্ষে এসব আইন ভঙ্গ করা সহজ।

আবার সরকার যদি চায় তা হলে এসব আইন পালনে তারা অত্যন্ত কঠোর হতে পারে। পারে কড়া শাস্তি দিতেও।

তাই নারীরা যদিও খুব শিগগিরই রাস্তায় গাড়ি চালাতে পারবেন তার পরও সৌদি আরব পুরুষদের একটি দেশ।
সূত্র : বিবিসি

সর্বাধিক পঠিত