• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভিয়েতনামে বন্যা-ভূমিধসে নিহত ৩৭

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১৪:১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৪০ জন নিখোঁজ রয়েছে। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হযেছে, বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ২১ জন আহত হয়েছে। এ ছাড়া হাজারের বেশি বাড়িঘরের ক্ষতি এবং প্রায় ১৭ হাজার বাড়িঘর ডুবে গেছে। সেইসঙ্গে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় অন্তত ছয়টি প্রদেশের ফসল ও অবকাঠামোর ক্ষতি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হোয়া বিন প্রদেশে। সেখানে ১১ জন নিহত ও ২১ জন নিখোঁজ রয়েছে। প্রদেশটির বাসিন্দা নগো থি সু বলেন, ‘এই বন্যা মোকাবিলা করা খুবই কঠিন হবে। দীর্ঘ দিন পর এ ধরনের বন্যা দেখা গেল।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা কুয়া ভিয়েত হোয়াং বলেন, বৃহস্পতিবার খুব সকালে যখন লোকজন ঘুমাচ্ছিল তখন ভূমিধসে চারটি পরিবারের লোকজন মাটির নিচে চাপা পড়ে। এতে ছয়জন নিহত ও ১২ জন নিখোঁজ রয়েছে।

তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, মৌসুমী বায়ুর প্রভাবে গত মঙ্গলবার থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছে। বৃষ্টি আরো হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।