পুতিনকে কুকুর ছানা দিল তুর্কমেনিস্তান (ভিডিও)
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন ছিল চলতি মাসের ৭ তারিখে। তাকে শুভেচ্ছা জানাতে বেশ দেরিই করে ফেলেছিলেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট।
দেরি করে ফেললেও বিশেষ একটি উপহার দিয়ে তা পুষিয়েও দিলেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট কারবানগুলি বেরদিমুখামেদোভ।
কারবানগুলি তার সঙ্গে করে একটি এলাবাই কুকুরছানা নিয়ে গিয়েছিলেন। সবাই রুশ প্রেসিডেন্টের কুকুর প্রীতির কথা জানেন। তিনি কুকুর ছানা খুব পছন্দ করেন। সে কারণেই তাকে জন্মদিনে এলাবাই কুকুরছানা উপহার দেয়া হয়েছে। এলাবাই কুকুর পৃথিবীতে খুব কম পাওয়া যায়।
এলাবাই পেয়ে উচ্ছ্বসিত পুতিন এর নাম রেখেছেন ভার্নি। রাশিয়ান ভাষায় যার অর্থ বিশ্বাসী। ৭ অক্টোবর ৬৫-তে পা দিয়েছেন পুতিন। বিশেষ এই উপহার পেয়ে খুব খুশি হয়েছেন তিনি। এই প্রজাতির কুকুর ছানা তুর্কমেনিস্তানের জাতীয় সম্পদ।