• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ক্যালিফোর্নিয়ার দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২১

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১০:৪৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এখনও সেনোমা কাউন্টির ৩৮০ জন নিখোঁজ বলে জানিয়েছে কর্মকর্তারা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সোনোমা কাউন্টির শেরিফ রবার্ট গিওয়ার্দানো এর আগে ৬৭০ জন নিখোঁজের কথা বলেছিলেন। এরপর বিভিন্ন স্থানকে ১৫০ জনকে উদ্ধার করা হয়।

বৃদ্ধ যুগল তাদের ৭৫তম বিবাহবার্ষিকী পালানের সময় আগুনে পুড়ে মারা যান। শতবর্ষী চার্লস রিপি ও তার ৯৮ বছর বয়সী সারা ঘটনাস্থলেই  নিহত হয়েছিলেন।

এই আগুনে ১ লাখ ১৫ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে সাড়ে তিন হাজার ভবন। ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে।