• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তিন মাসে ৮ ইসরায়েলি সেনার আত্মহত্যা

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ০৯:৫১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

গত তিন মাসে ইসরায়েলে আটজন সেনা আত্মহত্যা করেছেন। আত্মহত্যার এই প্রবণতা প্রতি বছর ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে দেশটির সামরিক বাহিনীদের মধ্যে। খবর প্রেস টিভির।

ইসরায়েলের গণমাধ্যম জিরো ফোর জিরো ফোর নিউজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার হাৎজর সামরিক ঘাঁটিতে এক নারী সেনা তার মাথায় গুলি করে আত্মহত্যা করেন। এ নিয়ে গত তিন মাসে আটজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।

জানুয়ারির দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর জনশক্তি অধিদপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ২০১৬ সালে ইসরায়েলে যত সেনা নিহত হয়েছেন- তার প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা। গত বছর ১৫ জন সেনা আত্মহত্যা করেন। তারা সবাই পুরুষ সেনা ছিলেন।  

তিনি বলেন, ‘গত বছর যেসব সেনা আত্মহত্যা করেছেন তারা সবাই বাধ্যতামূলক সামরিক বাহিনীদের যোগদানের কারণে এসেছিলেন। তবে তারা সামরিক প্রশিক্ষণ নেয়ার সময় নয়, এরপরেই তারা আত্মহত্যা করনে।