• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ত্রিপুরায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ০৯:৪৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

স্ত্রীকে পিটিয়ে মাথা ফাটিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে পশ্চিম ত্রিপুরার যোগেন্দ্রনগর স্টেশনের কাছে নাগিছড়ায়। নিহত ব্যক্তির নাম বাপি শর্মা। বয়স আনুমানিক সাত্রিশ। বাড়ি আগরতলায় আড়ালীয়ায়। রেলে কাটাপড়ে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে।

নিহত বাপি শর্মা মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ অফিস থেকে বের হন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফেরেননি বাপি। রাতে বাপির গলাকাটা মরদেহ উদ্ধার হয় রেল লাইনে। নাগিছড়ার কিছু লোক মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। রেল ট্র্যাকে মাথা ও শরীর আলাদা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ জি বি হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ।

মৃতের স্ত্রী মামন আচার্যী জানান, রাতে বাড়ি না ফিরে আসায় তিনি মোবাইলে কল করেছিলেন। কিন্তু কল রিসিভ করা হয়নি। তিনি আত্মীয় পরিজনদের সাথেও যোগাযোগ করেছেন। কোন হদিস পাননি স্বামীর। তিনি আরো জানান, লক্ষ্মীপূজার দিন স্বামীর সাথে তার ঝগড়া হয়েছিল। তীব্র বাদানুবাদের সময় বাপি স্ত্রী মামনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেছিল। তাতে মামনের মাথা ফেটে গিয়েছিল। তারপর মামন রাগের বশে স্বামীর বিরুদ্ধে থানায় নির্যাতনের মামলা করেছিল। পুলিশ তাকে ধরার জন্য বাড়িতে গিয়েছিল।

স্বামীর বিরুদ্ধে যদি মামলা না করতেন, তাহলে হয়তো আজ  এই অবস্থা হতো না বলে জানান মামন।