• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঝগড়া করলে বউকে পেটানোই উচিত, বিশ্বাস নারীদের

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৫:০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

স্ত্রী ঝগড়া করলে স্বামী তাকে পেটাতেই পারে- এই মতামত বিচ্ছিন্ন কারোর নয়, স্বয়ং ভারতের বিহার রাজ্যের ৩৭ শতাংশ নারীর।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের করা সমীক্ষায় এই তর্থ জানা গেছে। দেশের অন্যতম পিছিয়ে পড়া এই রাজ্যে নারীর সমানাধিকারের অবস্থাও যে একেবারেই পেছনের সারিতে। এই ছবিটা যে শুধুমাত্র গ্রামীণ বিহারের, তা নয়। বিহারের কর্মরত নারীদের ৫৬ শতাংশ বউ পেটানোকে যুক্তিযুক্ত বলে মনে করেন। ১৫ থেকে ১৯ বছর বয়সের ৪৯ শতাংশ শহুরে নারীদের ৩৭ শতাংশও একই মত পোষণ করেন।

মোট ৪৫ হাজার ৮১২ জন নারীর ওপর কেন্দ্রীয় পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমীক্ষা চালায় ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। তাদের সমীক্ষায় ধরা পড়েছে যে বিহারের ৪১ শতাংশ নারীর বিশ্বাস শ্বশুর-শাশুড়িকে অসম্মান করলে স্ত্রীকে মারধর করার সম্পূর্ণ অধিকার রয়েছে স্বামীর।

কী কী কারণে স্ত্রীকে মারধর করা যুক্তিযুক্র বলে মনে করেন বিহারের নারীরা, তার একটা তালিকাও তুলে ধরা হয়েছে। পরিবার বা সন্তানদের ঠিকমতো দেখাশোনা না করা, রান্না ভাল না হওয়া এবং স্ত্রীর পর-পুরুষে আসক্ত হওয়া। স্ত্রীর আপত্তি থাকলেও স্বামী যৌন মিলনে লিপ্ত হতেই পারে, সে কথা মনে-প্রাণে বিশ্বাস করেন বিহারের অধিকাংশ নারী।