টিলারসনকে আইকিউ টেস্টের চ্যালেঞ্জ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে আইকিউ পরীক্ষার চ্যালেঞ্জ ছুড়েছেন। টিলারসন ট্রাম্পকে ‘গাঁধা’ বলেছেন এমন খবর ছড়ানো পর এই আহ্বান জানালেন ট্রাম্প। যদিও সেটা অস্বীকার করেছেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী।
এ নিয়ে ফোর্বস সাময়িকীতে একটি সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি টিলারসন তাকে ‘গাঁধা’ বলে তাহলে তাদের মধ্যে আইকিউ পরীক্ষা করা উচিত, কার আইকিউ বেশি।
যথারীতি গণমাধ্যমে প্রকাশিত নিজের বিরুদ্ধে লেখাকে ‘ভুয়া খবর’ বলাকে একটি শিল্পে পরিণত করেছেন ট্রাম্প। ফোর্বসের সাথেও এর ব্যতিক্রম হয়নি। টিলারসনের সাথে তিক্ততা নিয়ে প্রকাশিত সেই গুঞ্জন নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটা একটি ভুয়া খবর।’ তবে সেটা নিয়ে মজা করতেও ছাড়েননি তিনি। বলেন, ‘যদি সে ওটা বলেও থাকে তাহলে আমাদের আইকিউ পরীক্ষা করা উচিত। আমি বলতে পারি কে সেটাতে জিতবে।’
বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার টিলারসনের সাথে দুপুরের খাবার খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার আগে জানান, পররাষ্ট্রমন্ত্রীর ওপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে কয়েক সপ্তাহ ধরে খবর প্রকাশিত হচ্ছিল যে, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে, ইরান ও উত্তর কোরিয়া ইস্যুতে দুইজনের মধ্যে ফারাক সৃষ্টি হয়েছে। কিন্তু দুইজনই এটাকে উড়িয়ে দিয়েছেন।
গত সপ্তাহে টিলারসন একটি সংবাদ সম্মেলনে তার পদত্যাগের গুজবটি উড়িয়ে দেন। তিনি জানান, পদত্যাগের কথা তার মাথায় নেই। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও টিলারসনের প্রতি তার আস্থার কথা জানিয়ে দিলেন।