• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ধর্ষক রাম রহিমের আর্জি মেনে নিল আদালত

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১১:২১
আর্ন্তজাতিক ডেস্ক
প্রিন্ট

ভারতের ধর্মগুরু ধর্ষক 'বাবা' রাম রহিমের আর্জি মেনে নিল আদালত। প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিল রাম রহিম। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সে। এবার হাইকোর্টে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমের আর্জি গৃহীত হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব হারিয়ানা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

২০০২ সালে ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে গত ২৫ আগস্ট পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে ২০ বছরের জেল ও ৩০ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেয়। রোহতকের জেল থেকেই এক মাসের মাথায় সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় ডেরা প্রধান।  

রাম রহিমের আইনজীবী এস কে গর্গ নারওয়ানা জানিয়েছেন, দুটি ক্ষেত্রেই যাতে তার মক্কেলের সাজা কমানো হয়, সেবিষয়ে উচ্চ আদালতে আর্জি জানানো হয়েছিল, তা গৃহীত হয়েছে। তাছাড়াও গতকালই তিনি আদালতে দাবি করেন, তার মক্কেল অর্থাৎ রাম রহিম নাকি পার্থিব দুনিয়া ত্যাগ করেছে।  

সেক্ষেত্রে রাম রহিম জরিমানার ৩০ লক্ষ টাকা দিতেও ব্যর্থ বলে জানান তিনি। যদিও আদালত  রাম রহিমের আইনজীবীর সেই আর্জি খারিজ করে দিয়েছে। অন্যদিকে রাম রহিমের যাবজ্জীবন সাজার আর্জি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধর্ষিতা দুই সাধ্বীও। তাদেরও আর্জি গৃহীত হয়েছে বলে সূত্রের খবর।  

সর্বাধিক পঠিত