• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ সেনাসহ নিহত ৪

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১১:০৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহনী ও ‘সন্ত্রাসী’দের মধ্যে গোলাগুলিতে দেশটির বিমানবাহিনীর দুই সেনা এবং দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। বুধবার ভোরে বান্দিপোরা এলাকায় এ ঘটনা ঘটে।

বান্দিপোরার সিনিয়র পুলিশ কর্মকর্তা শেখ জুলফিকারের বরাত দিয়ে এনডিটিভি বলেছে, নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসী’দের উপস্থিতি টের পেয়ে একটি বাড়ি ঘিরে ফেলে। ঘরে অবস্থানরত ‘সন্ত্রাসী’রা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। এতে দুই বিমান সেনা ও দুই হামলাকারী নিহত হয়।

বিমান সেনারা সেনবাহিনীর সঙ্গে প্রশিক্ষণে অংশ নিচ্ছিল বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নিহত দুই হামলাকারীর নাম আলী ভাই ও নাসরুল্লাহ। তারা লস্কর-ই-তৈয়্যেবার সদস্য বলে মনে করা হচ্ছে।