• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ধর্মীয় পর্যটন বাড়াতে অযোধ্যায় রামের মূর্তি

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১০:১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় হিন্দু দেবতা রামের সুবিশাল মূর্তি গড়ার পথে এগোচ্ছে যোগী সরকার।

অযোধ্যায় রামমন্দির গড়বেনই, একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে রামজন্মভূমি বিতর্ক না মেটা পর্যন্ত মন্দির গড়া যাবে না। তাই অযোধ্যায় এবার রামের সুবিশাল মূর্তি গড়তে চলেছেন যোগী।

বিতর্কিত ভূখণ্ডের খুব কাছেই সরযূ নদীর ধারে উত্তরপ্রদেশ সরকার রামের মূর্তি গড়বে। ঠিক কত উঁচু হবে এই মূর্তি, তা নিয়ে স্পষ্ট করে কোনও মন্তব্য করতে চায়নি উত্তরপ্রদেশ প্রশাসন। কিন্তু পর্যটন বিভাগ সূত্রের খবর, ১০০ মিটার উঁচু মূর্তি গড়ার কথা ভাবা হচ্ছে।

উত্তরপ্রদেশে ধর্মীয় পর্যটন বাড়াতে চান যোগী আদিত্যনাথ। সেই লক্ষ্যপূরণে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ বিশদ পরিকল্পনা তৈরি করছে। অযোধ্যায় রামের মূর্তি তৈরি করার প্রস্তাব সেই পরিকল্পনারই অংশ। রাজ্য পর্যটন বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অযোধ্যায় রামের মূর্তি গড়ার প্রস্তাব রয়েছে। তবে বিষয়টা এখনও ধারণার স্তরেই। উত্তরপ্রদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের জন্য আরও অনেক প্রস্তাব রয়েছে। অযোধ্যায় রামের মূর্তি গড়ার প্রস্তাবও এর অন্যতম। ইন্দোনেশিয়ার বালিতে এই রকম অনেক মূর্তি রয়েছে। আমাদের লক্ষ্য হল পর্যটন বাড়ানো।

আগামী সপ্তাহেই অযোধ্যা যাচ্ছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। অযোধ্যায় দীপাবলি উদযাপন করতে তার সঙ্গে যাচ্ছে উত্তরপ্রদেশের গোটা মন্ত্রিসভা। সরযূর তীরে রামের মূর্তি গড়ার কথা সে সময়েই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত