বিয়ের আসরেই কনের পরকীয়ার ভিডিও ফাঁস
সব আয়োজন সম্পন্ন। বিয়ের আসরে পৌঁছে গেছেন অতিথিরা। রেওয়াজ অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর অপেক্ষা। শুভ এই মুহূর্তের আগে আসরের এক কোণে জায়ান্ট স্ক্রিনে নজর রাখতে সবার দৃষ্টি আকর্ষণ করলেন বর। জায়েন্ট স্ক্রিনে ভেসে উঠল বর-কনের ভালোবাসার কিছু মুহূর্ত। উপস্থিত সবাই আপ্লুত। কনেরও চোখে-মুখে উজ্জ্বল দৃপ্তি।
কিন্তু আচমকাই জায়েন্ট স্ক্রিনের দৃশ্য বদলে গেল। কনেকে দেখা গেল অন্য এক পুরুষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায়। এমন দৃশ্য দেখে সবাই তো একেবারে থ বনে গেলেন। সঙ্গীর পরকীয়ার সম্পর্ক কেউ এভাবে সবার সামনে নিয়ে আসবেন তা ভাবতে পারেননি কেউই। সিঙ্গাপুরের সেই বিবাহ আসরের ভিডিও এখন ভাইরাল। খবর: জিনিউজ।
ভিডিওতে দেখা যায়, কনে অন্য এক পুরুষের হাত ধরে একটি হোটেলের রুমে ঢোকেন। তারপর তারা ঘনিষ্ঠ হন। পাত্রের দাবি, তার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরই এই কাণ্ড ঘটান কনে। এদিকে ভিডিও দেখে বিয়ের আসর থেকেই পালিয়ে যান কনে। শেষ পর্যন্ত ওই বিয়ের কী পরিণতি হয়েছে তা জানা যায়নি।