• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৪ হাজার নতুন বসতি তৈরি করবে ইসরায়েল

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১২:১৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট

আবারও পশ্চিম তীরে ৪ হাজার নতুন বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। পশ্চিমতীরের 'হাইয়ার প্লানিং কাউন্সিল' সোমবার এবং মঙ্গলবারের বৈঠকে এসব বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন দেবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম 'দি জেরুজালেম পোস্ট'।

এছাড়া, ইসরায়েলের চ্যানেল-২ রোববার রাতে জানিয়েছে, ৩ হাজার ৮২৯টি বসতি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পর ইসরাইল এ পর্যন্ত সেখানে ২৩০টি অবৈধ বসতিস্থাপন করেছে। বসবাস করছে ছয় লাখ ইসরায়েলি।

নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থি হিসেবে আখ্যায়িত করে এ নিন্দা জানিয়ে আসছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলি এই বসতি গুলো অবৈধ। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এমন বসতির নিন্দা জানিয়ে আসছে।

সর্বাধিক পঠিত